You have reached your daily news limit

Please log in to continue


১৯৭১: তীর-ধুনক নিয়েই রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও

রংপুরের মানুষের জন্য অবিস্মরণীয় ও বীরত্বগাথার দিন ১৯৭১ সালের ২৮ মার্চ। মুক্তিযুদ্ধে এই দিনে বাঁশের লাঠি, তীর-ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে অনন্য ইতিহাসের জন্ম দিয়েছিল অকুতোভয় বীর বাঙালি।

মুক্তিযুদ্ধ শুরুর দুই দিন পর রংপুরের মুক্তিকামী মানুষ ক্যান্টনমেন্ট দখলের সিদ্ধান্ত নেয়। সেদিন রংপুরের সব শ্রেণি-পেশার মানুষ একজোট হয়ে ক্যান্টনমেন্ট আক্রমণ করে।

সেদিন সাধারণ মানুষের সঙ্গে মুক্তিকামী ওঁরাও, সাঁওতাল আদিবাসীরা লাঠি, তীর-ধনুক নিয়ে আক্রমণ করে সৃষ্টি করে অনন্য ইতিহাস।

দিনটি ‘ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে রংপুরে।

মুক্তিযোদ্ধা কমান্ডার ও জ্যেষ্ঠ সাংবাদিক সদরুল আলম দুলু বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ অনেকটা আকস্মিকভাবে মুক্তিযুদ্ধ শুরুর দুদিন পরই প্রায় খালি হাতে পাকিস্তানি বাহিনীর ঘাঁটি ক্যান্টনমেন্ট ঘেরাও করে রংপুরের মানুষ।

যদিও রংপুরের মানুষ মুক্তিযুদ্ধ শুরুর আগেই পাকিস্তান সরকারের শাসন, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। ৩ মার্চ রংপুরে মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় শিশু শংকু সমজদার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন