কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কক্সবাজারে ৫৩ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট

বণিক বার্তা কক্সবাজার জেলা প্রকাশিত: ০৭ মার্চ ২০২৪, ১১:১৬

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫৮টি। এর মধ্যে ৫৩ শতাংশ বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকের পদ শূন্য। সর্বশেষ ২০১৩ সালে জেলায় ২৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়েছিল। শিক্ষক সংকটের কারণে ১১ বছর ধরে মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ২০ হাজারের বেশি শিক্ষার্থী। সরকার শিক্ষার উন্নয়নে বাস্তবমুখী নানা পদক্ষেপ নিলেও প্রধান শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদ পূরণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করেন শিক্ষকরা।


সংশ্লিষ্টরা বলছেন, আইনি জটিলতার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দিতে পারছে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা প্রধান শিক্ষক পদে নিজেদের পদোন্নতি চেয়ে আদালতে মামলা করে রেখেছেন। এছাড়া সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দিলেও জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে—এমন অভিযোগে অনেক শিক্ষক আদালতে মামলা করে রেখেছেন। ফলে উদ্যোগ নিয়েও সারা দেশে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ করতে পারছে না মন্ত্রণালয়।


কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় ৬৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৪৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ১৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা পালন করছেন প্রধান শিক্ষকের দায়িত্ব। অথচ পদোন্নতিযোগ্য শূন্য পদ রয়েছে ৩৪০টি। এছাড়া শূন্য রয়েছে ৩৫২টি সহকারী শিক্ষকের পদ। এর মধ্যে সদর উপজেলায় প্রধান শিক্ষক নেই ৫৩টি বিদ্যালয়ে। এছাড়া রামুতে ৪৮টি, চকরিয়ায় ৭৪টি, পেকুয়ায় ৩২টি, কুতুবদিয়ায় ৩৫টি, মহেশখালীতে ৩৩টি, উখিয়ায় ৩৭টি ও টেকনাফে ৩৭টি বিদ্যালয়ে শূন্য রয়েছে প্রধান শিক্ষকের পদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও