পশ্চিমা ঐক্যে ফাটল ধরাতে জার্মানির অডিও ফাঁস করেছে রাশিয়া: দাবি যুক্তরাষ্ট্রের

প্রথম আলো প্রকাশিত: ০৬ মার্চ ২০২৪, ১৬:৩৫

জার্মানির বিমানবাহিনীর কর্মকর্তাদের কথোপকথনের অডিও ফাঁস করে মস্কো পশ্চিমা জগতে বিভাজন ঘটাতে চাইছে বলে ওয়াশিংটন মনে করছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ আবার ইউক্রেনকে টাউরুস ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরোধিতা করেছেন।


হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি বলেন, মস্কো পশ্চিমা বিশ্বের ঐক্যে বিভাজন ঘটাতে সাহসী ও স্বচ্ছ এই চেষ্টা চালিয়েছে। তা ছাড়া ইউক্রেনের জন্য সহায়তার ক্ষেত্রে জার্মান সরকারের মধ্যেই ঐক্যের অভাব রয়েছে বলে মস্কো প্রমাণ করতে চাইছে।


কিরবি আরও বলেন, একাধিক দেশ নিজেদের সাধ্যমতো ইউক্রেনকে সহায়তা করছে। তিনি জার্মানির সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। এর আগে জার্মানি রাশিয়ার এই আচরণকে ‘তথ্যযুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও