![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2024%2F03%2F05%2F-7809a249537edd51ff0c7c3530eaa68e.jpg%3Fjadewits_media_id%3D906072)
তত্ত্বাবধায়কের গোলমালে বন্ধ বৈকালিক স্বাস্থ্যসেবা, রোগীরা সেবাবঞ্চিত
সরকারি পরিপত্র অনুযায়ী গত বছরের ১৪ জুন নীলফামারী জেনারেল হাসপাতালে ‘বৈকালিক স্বাস্থ্যসেবা’ কার্যক্রম চালু হয়েছিল। প্রায় দুই মাস চলার পর তা বন্ধ হয়ে যায়। এরপর গত ছয় মাসেও এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হয়নি। চিকিৎসকদের পরামর্শ ফি নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক গোলমাল পাকানোর কারণে তা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এতে রোগীরা সেবাবঞ্চিত হচ্ছেন। এর মধ্য দিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর সরকারের এই মহতী উদ্যোগ ভেস্তে গেলো।
হাসপাতাল সূত্র জানায়, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈকালিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা দেওয়ার কথা বিশেষজ্ঞ চিকিৎসকদের। এতে সিনিয়র কনসালট্যান্টের পরামর্শ ফি ৪০০, জুনিয়র কনসালট্যান্টের ৩০০, এমবিবিএস-বিডিএসের ফি ২০০ টাকা নির্ধারণ করে দেয় সরকার। নির্ধারিত ফি’র একটি অংশ পাওয়ার কথা চিকিৎসক ও সহযোগীদের। আরেকটি অংশ পাওয়ার কথা হাসপাতাল কর্তৃপক্ষের। কিন্তু চিকিৎসকদের ফি’র অংশ তাদের দেয়নি নীলফামারী হাসপাতাল কর্তৃপক্ষ।