ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রভাব, দুই কোম্পানিতে ধুঁকছে শেয়ারবাজার

প্রথম আলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ০৬ মার্চ ২০২৪, ১৩:১১

দুই কোম্পানির দরপতনে দেশের শেয়ারবাজার তিন দিন ধরে রীতিমতো ধুঁকছে। এই তিন দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১২৩ পয়েন্ট। আর বাজার মূলধন কমেছে সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি। যে দুটি কোম্পানির কারণে বাজারে এ পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলো হলো গ্রামীণফোন এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ
বা বিএটিবি।


সম্প্রতি কোম্পানি দুটির শেয়ারের ওপর থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেওয়া ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর প্রত্যাহার করা হয়। এর মধ্যে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে উঠে যায় গ্রামীণফোনের শেয়ারের ফ্লোর প্রাইস। আর সোমবার থেকে প্রত্যাহার করা হয় বিএটিবির শেয়ারের ফ্লোর প্রাইস। এর পর থেকে কোম্পানি দুটির শেয়ারের দরপতন হচ্ছে। তাতে ডিএসইএক্স সূচক নেমে এসেছে ৬ হাজার ১৩১ পয়েন্টে। আর বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ২০৫ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও