![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F957b9e33-2b3b-4518-aae3-a3a699f72a5e%252Fprothomalo_import_media_2017_11_14_58a07e530dee67c97ceda5d588f4c3de_5a0a7f88d380b.jpg%3Frect%3D0%252C0%252C640%252C360%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
অফশোর ব্যাংকিং বিল পাস, জাপার আশঙ্কা টাকা পাচার বাড়বে
প্রথম আলো
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৪, ২০:৩৮
দেশে প্রথমবারের মতো অফশোর ব্যাংকিং আইন করেছে সরকার। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এ-সংক্রান্ত বিল পাস হয়েছে। বিল পাসের আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক আশঙ্কা করেন, অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাচার আরও বাড়বে।
আজ জাতীয় সংসদে ‘অফশোর ব্যাংকিং বিল-২০২৪’ পাসের জন্য উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
- ট্যাগ:
- রাজনীতি
- ব্যাংকিং
- অর্থ পাচার
- টাকা পাচার