এক ভবনেই ২০ রেস্টুরেন্ট, এ যেন মৃত্যুফাঁদ
ধানমন্ডির সাত মসজিদ রোডের ১৩ তলা ইম্পেরিয়াল আমিন আহমেদ সেন্টারে ১৯টি রেস্টুরেন্টের সাইনবোর্ড। এমনকি প্রতি ফ্লোরে রয়েছে একাধিক রেস্টুরেন্ট। অথচ ভবনে নেই জরুরি নির্গমন পথ। এমনকি প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থার ছিটেফোঁটাও নেই ভবনজুড়ে। শুধু আমিন আহমেদ সেন্টার নয়, রাজধানীর অলিগলিতেও চোখে পড়ে এমন ঝুঁকিপূর্ণ ‘রেস্টুরেন্ট ভবন’।
ধানমন্ডি : সাত মসজিদ রোডের গাউসিয়া টুইন পেক নামের ভবনে রেস্টুরেন্টের সংখ্যা ২০টি। ভবনটির নিরাপত্তা হুমকির মুখে। ভবনের ছবি ইতোমধ্যে ইন্টারনেটে ভাইরাল। ফলে নড়েচড়ে বসেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার দুপুরে ভবন পরিদর্শনে যান রাজউকের সংশ্লিষ্ট জোনের কর্মকর্তারা। এ সময় তারা ভবনের মূল নকশাসহ বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করেন। দুপুর ১টা থেকে বিকাল পর্যন্ত রাজউকের পরিদর্শন কার্যক্রম চলে।
ভবনে গিয়ে দেখা যায়, রাজউকের জোন-৫ এর পরিচালক হামিদুল ইসলামের নেতৃত্বে সংস্থাটির একটি টিম কাগজপত্র পরীক্ষা করছে। মূলত ভবনের নকশা ও ভবন ব্যবহারের ছাড়পত্র দেখতে চাচ্ছেন তারা। এ সময় রাজউক পরিচালক হামিদুল ইসলাম যুগান্তরকে বলেন, এ ভবনটিতে রেস্টুরেন্ট থাকার কথা নয়। কারণ তারা রেস্টুরেন্ট হিসাবে ভবন ব্যবহারের অনুমোদন নেননি। তবে আমরা এর নকশাসহ অন্যান্য কাগজপত্র পরীক্ষা করছি। এটি ছাড়াও আশপাশের যেসব ভবনে রেস্টুরেন্ট তৈরি হয়েছে পর্যায়ক্রমে সেগুলো পরিদর্শন করা হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রেস্টুরেন্ট
- বাণিজ্যিক ভবন