You have reached your daily news limit

Please log in to continue


রাজধানীর রেস্টুরেন্ট বিল্ডিংগুলোর ফায়ার এক্সিটের যে অবস্থা

বেইলি রোডের মতোই বনানী রোড-১১, কামাল আতাতুর্ক এভিনিউ, সাত মসজিদ রোড, খিলগাঁও তালতলা এবং মিরপুর-১১ এর উঁচু ভবনের বৈশিষ্ট্য হলো এগুলোর প্রতিটি তলায় রেস্তোরাঁ, ক্যাফে এবং কমার্শিয়াল কিচেন আছে।

'রেস্টুরেন্ট বিল্ডিং' হিসেবে পরিচিত এই ভবনগুলোতে ক্রেতাদের ভিড় লেগে থাকে।

তবে বেইলি রোডের অগ্নিকাণ্ড দেখিয়েছে, নিরাপত্তার প্রতি নির্লজ্জ অবহেলা এই ভবনগুলোতে প্রকট।

দ্য ডেইলি স্টার এই 'রেস্তোঁরা ভবনগুলোর' মধ্যে ৩৭টি ঘুরে দেখেছে যেখানে ১০০টিরও বেশি রেস্তোঁরা আছে এবং ২২টি ভবন খুঁজে পেয়েছে যেখানে নিরাপত্তা ত্রুটি রয়েছে যা আগুনের ক্ষেত্রে হতাহতের সম্ভাব্য কারণ হতে পারে।

ভবনগুলোতে ফায়ার এক্সিট আছে কিনা, সিঁড়িটি আগুন প্রতিরোধক দরজা দিয়ে সুরক্ষিত কিনা এবং সিঁড়িকে স্টোরেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা এসব বিষয় দেখেছেন।

ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, 'যেহেতু এই ভবনগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয় সেহেতু তাদের অবশ্যই আলাদা ফায়ার এক্সিট থাকতে হবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন