You have reached your daily news limit

Please log in to continue


এই চশমায় আছে কৃত্রিম বুদ্ধিমত্তা

দেখতে সাধারণ চশমার মতো হলেও গান শোনার পাশাপাশি কথাও বলা যায় এ চশমার মাধ্যমে। শুধু তা–ই নয়, চাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ভার্চ্যুয়াল সহকারীর পরামর্শ নেওয়া যায়। ‘অপো এয়ার গ্লাস ৩’ নামের এই চশমা তৈরি করেছে চীনের ফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) চশমাটির আদিরূপ বা প্রোটোটাইপ প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপো বাংলাদেশ জানিয়েছে, অ্যাসিস্টেড রিয়েলিটি প্রযুক্তির চশমাটি ফোনের বার্তা, ছবি, ভিডিও, অডিওসহ বিভিন্ন তথ্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে। মাল্টিমোডাল এআই প্রযুক্তির ভয়েস ও ভিজ্যুয়াল সুবিধাও রয়েছে চশমাটিতে। সম্মেলনে স্মার্ট চশমার পাশাপাশি কোয়ালকম টেকনোলজিস এবং আলপসেনটেকের সঙ্গে যৌথভাবে তৈরি হাইব্রিড ভিশন সেন্সিং (এইচভিএস) প্রযুক্তিনির্ভর নতুন এআই মোশন অ্যালগরিদমও প্রদর্শন করেছে অপো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন