এমডি নিয়োগের উপযুক্ততা মূল্যায়নে কেন্দ্রীয় ব্যাংকের কমিটি

সমকাল প্রকাশিত: ০৩ মার্চ ২০২৪, ২২:১৩

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের উপযুক্ততা যাচাইয়ে চার সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। যখন যিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের ডেপুটি গভর্নরের দায়িত্বে থাকবেন তার নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতেই এমডি নিয়োগ চূড়ান্ত হবে। কমিটির সদস্য হিসেবে থাকবেন একই বিভাগের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক, অফ–সাইট সুপারভিশন বিভাগের নির্বাহী পরিচালক। আর ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক–২ সদস্য সচিবের দায়িত্বে থাকবেন। রোববার এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়।


এতদিন ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে এমডি নিয়োগ করে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হতো কেবল অনাপত্তির জন্য। বেশিরভাগ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কোনো ধরনের কাটেছেড়া ছাড়াই অনুমোদন দিয়ে দিতো। তবে সম্প্রতি এমডি নিয়োগের আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে উপযুক্ততা যাচাইয়ের জন্য সাক্ষাৎকার নেওয়ার বিধান করা হয়। এখন এ বিষয়ে কমিটি করা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও