![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/03/03/e7a9c9d76a352da525e4b7af6dc50715-65e462e62fbd1.jpg)
নিউজিল্যান্ডকে উড়িয়ে ভারতকে সুখবর দিল অস্ট্রেলিয়া
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৪, ২০:৪২
হায়দরাবাদে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে কাছাকাছি গিয়েও জিততে পারেনি ভারত। এরপর থেকে জয়রথ ছুটছে ভারতের। জয়ের ধারাবাহিকতায় থাকা ভারত আজ সুখবর পেল অস্ট্রেলিয়ার জয়ে।
ওয়েলিংটনে আজ সকালে শেষ হয়েছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। চার দিনে শেষ হওয়া টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে ১৭২ রানে। অস্ট্রেলিয়ার বিশাল ব্যবধানে জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শুধুমাত্র ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে জায়গা অদলবদল হয়েছে। ১৭২ রানে হেরে যাওয়া নিউজিল্যান্ডের সাফল্যের হার ৭৫ শতাংশ থেকে নেমে গেছে ৬০ শতাংশে। শীর্ষস্থান থেকে কিউইরা নেমে গেছে দুইয়ে। তাতে ৬৪.৫৮ শতাংশ সাফল্যের হার নিয়ে শীর্ষে উঠল ভারত।