কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের সূচি

ডেইলি স্টার প্রকাশিত: ০৩ মার্চ ২০২৪, ২০:৪০

তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।


আগামীকাল সোমবার মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ৬ ও ৯ মার্চ। সবগুলো খেলার ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।


এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দল দুটি মুখোমুখি হয়েছে ১৩ বার। শ্রীলঙ্কার নয় জয়ের বিপরীতে বাংলাদেশের জয় চারটিতে। দেশের মাটিতে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে লঙ্কানদের বিপক্ষে অবশ্য পরিসংখ্যান সুবিধার নয় টাইগারদের। পাঁচটি ম্যাচ খেলে তারা জিতেছে স্রেফ একটিতে। সেই জয়টি এসেছিল আট বছর আগে। ২০১৬ সালে মিরপুরে অনুষ্ঠিত ওই ম্যাচে ২৩ রানে জিতেছিল বাংলাদেশ।


গত মাসে বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়কত্ব পান নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন পথচলা শুরু করতে যাচ্ছেন তিনি। অন্যদিকে, ডিমেরিট পয়েন্টের কারণে নিষেধাজ্ঞা পাওয়ায় প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না লঙ্কানদের নিয়মিত দলনেতা ভানিন্দু হাসারাঙ্গা। তার পরিবর্তে সেগুলোতে নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও