রাজধানীর গুলশানের পিংক সিটির বিপরীতের একটি ভবন থেকে পড়ে স্পেনের এক কূটনীতিকের মৃত্যু হয়েছে। ওই কূটনীতিকের নাম ইসমাইল গিল সেরানো। রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে স্পেনের দূতাবাসের এক কূটনীতিক সমকালকে বলেন, ‘তিনি (ইসমাইল গিল সেরানো) মানসিক বিকারগ্রস্ত ছিলেন। দূতাবাসেও তিনি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উগ্র আচরণ করতেন। সহকর্মীদের মারধরও করেছেন।’