![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-03%252F36be579b-1eaa-4ff0-a033-0d47e91f1a5d%252FUntitled_1.jpg%3Frect%3D0%252C75%252C1480%252C833%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
শিশুদেরও বাতরোগ হয়
প্রথম আলো
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৪, ১২:২৯
বড়দের মতো শিশুরাও নানা রকম বাতরোগে আক্রান্ত হতে পারে। এর মধ্যে বাতজ্বর অন্যতম। গিরা ফুলে জ্বর এলেই শিশু বাতজ্বরে আক্রান্ত হয়েছে ভেবে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু বাতজ্বর ছাড়াও আরও কিছু বাতরোগ আছে, যা শিশুদের হয়ে থাকে।
১৬ বছর বয়সের নিচের যেকোনো শিশুর হাত, পা অথবা শরীরের অন্য কোনো গিরা ফোলা ও ব্যথা ছয় সপ্তাহ ধরে চললে সেটিকে বাতরোগ বা জুভেনাইল ইডিওপেথিক আর্থ্রাইটিস বলা হয়। আগে এ রোগের নামকরণ নিয়ে মতভেদ ছিল। মার্কিনরা এটিকে জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস ও ইউরোপীয়রা জুভেনাইল ক্রনিক আর্থ্রাইটিস নাম দিয়েছিলেন। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯৯ সালে রোগটির বর্তমান নামকরণ করে—জুভেনাইল ইডিওপেথিক আর্থ্রাইটিস।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- শিশুদের রোগ
- বাতের ব্যথা
- বাতজ্বর