বসন্তে সর্দি-কাশির প্রকোপ, হাসপাতালে বাড়ছে ভিড়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৪, ১১:২৬
ঠান্ডা-সর্দি, কাশি আর জ্বর থেকে সেরে উঠতেই পারছে না ঢাকার বনশ্রীর সাফওয়ান; আট মাস বয়সী এই শিশু গত দুই মাসে তিনবার জ্বরে আক্রান্ত হয়েছে।
শিশুটির মা মিশকাত জাহান বলছেন, ধুলাবালি এড়িয়ে বাচ্চাকে সাবধানে রাখলেও ডিসেম্বরের শেষ থেকে কোনো না কোনো সমস্যায় ভুগছে সে।
ঘুমের ব্যাঘাত, খাবারে অনীহাসহ বিভিন্ন জটিলতার কারণে এখন বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি নিয়েও উদ্বিগ্ন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মিশকাত বলেন, “কয়েকদিন আগে বাসার প্রায় সবারই জ্বর-ঠান্ডা হয়েছে। বাবুকে সিরাপের পাশাপাশি নেবুলাইজিং করাতে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা হয় রাতে। নাক বন্ধ থাকে, ঠিকমত শ্বাস নিতে পারে না। তখন খুব কান্নাকাটি করে। ঘুমাতে চায় না। নাকে ড্রপ দিলে একটু ভাল লাগে, তখন ঘুমায়।”
- ট্যাগ:
- স্বাস্থ্য
- সর্দি-কাশি
- মৌসুমী রোগ