You have reached your daily news limit

Please log in to continue


কুমার নদে গাড়াগঞ্জ যুদ্ধ: ফাঁদে ফেলে হত্যা করা হয় ৮০ হানাদারকে

১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে ঝিনাইদহে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের যে কয়টি গৌরবোজ্জ্বল বীরত্বপূর্ণ যুদ্ধ হয়েছে তার মধ্যে শৈলকুপার কুমার নদের সেতুতে হওয়া গাড়াগঞ্জ যুদ্ধ অন্যতম।

৩০ মার্চ রাত ও ৩১ মার্চ দিনে ওই যুদ্ধে পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিকামী বাঙালির বিজয় জনতার মনোবল আরও বাড়িয়ে দেয়।

গাড়াগঞ্জ যুদ্ধে পাকিস্তানি বাহিনীর পরাজয় এবং মুক্তিযোদ্ধাদের বিজয় মাইলফলক হয়ে আছে। এ যুদ্ধে অন্তত ৭০ থেকে ৮০ জন পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যকে গুলি, কুপিয়ে, পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যা করে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর গাড়ি ও অস্ত্র মুক্তিযোদ্ধাদের দখলে আসে।

একাত্তরের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর ঝিনাইদহে মুক্তিকামীরা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। বিভিন্ন স্থানে ছাত্র-যুবকদের সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করেন আনসার ও প্রাক্তন সৈনিকরা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন