আগুনে মৃত্যুর একটি ঘটনারও বিচার হয়নি
সমকাল
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৪, ১১:২২
রাজধানীতে বারবার ঘটছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এতে প্রাণ যাচ্ছে বহু মানুষের। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টা এলাকায় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ওয়াহেদ ম্যানশনে থাকা কেমিক্যালের কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। কিছু বুঝে ওঠার আগেই ভবনসংলগ্ন সড়কে যানজটে আটকে থাকা অর্ধশতাধিক মানুষ প্রাণ হারান। শেষ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭১।
এ ঘটনার রেশ না কাটতেই একই বছরের ২৮ মার্চ বনানীর বহুতল বাণিজ্যিক ভবন এফআর টাওয়ারে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়।
এর আগে ২০১০ সালের ৩ জুন রাত ৯টার দিকে রাজধানীর চানখাঁরপুলের নিমতলীতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় পাশের কেমিক্যালের গোডাউনে। ভয়ংকর সেই আগুনে পুড়ে অঙ্গার হন ১২৪ জন। পুড়ে যায় ২৩টি বসতবাড়ি, দোকান ও কারখানা।