আগুন লাগলে ক্ষয়ক্ষতি এড়াতে এই ১০ কৌশল মানুন
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০২ মার্চ ২০২৪, ১৬:৩৫
বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। এরপরই আরও কয়েকটি আগুন লাগার খবরও পাওয়া গেল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে, শুষ্ক মৌসুমে (অক্টোবর- এপ্রিল) সারা বিশ্বেই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লেগে গেলে ক্ষয়ক্ষতি এড়াতে সচেতনতার কোনও বিকল্প নেই। জেনে নিন হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কী করবেন আর কী করবেন না।
- আগুন লেগে গেছে টের পেলে সঙ্গে সঙ্গে আশপাশ থেকে দাহ্য বস্তু (সহজেই জ্বলে ওঠার মতো জিনিসপত্র) সরিয়ে ফেলুন।
- এরপরই চেষ্টা করুন আগুন নেভানোর। অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের উপায় জানা থাকলে সেটা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করুন। বৈদ্যুতিক লাইনে বা যন্ত্রে আগুন ধরলে কোনও অবস্থাতেই পানি ব্যবহার করবেন না। তেলজাতীয় পদার্থ থেকে বা রাসায়নিক দ্রব্য থেকে লাগা আগুনেও পানি ব্যবহার বিপজ্জনক। বহনযোগ্য ফোম–টাইপ ফায়ার এক্সটিংগুইশার বা শুকনো বালু অথবা ভেজা মোটা কাপড়/ চটের বস্তা দিয়ে চাপা দিন। গ্যাস থেকে আগুন লাগলে দরজা-জানালা খুলে দিতে হবে। তবে যদি মনে করেন এই আগুন নিয়ন্ত্রণ আপনার পক্ষে সম্ভব নয়, তবে নেভানোর চেষ্টা না করে ভবন থেকে দ্রুত বের হয়ে পড়ুন।
- আগুন লেগে গেলে মূল্যবান জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করে সময় নষ্ট করবেন না। সবার আগে নিজেকে নিরাপদ করুন। কারণ এই সময় এক সেকেন্ড সময়ও অত্যন্ত মূল্যবান।
- আগুন লাগা অবস্থায় কখনও লিফট ব্যবহার করবেন না। সিঁড়ি ব্যবহার করে নিচে নামুন।
- যদি ধোঁয়া আপনার প্রাথমিক পালানোর পথকে অবরুদ্ধ করে, তবে দ্বিতীয় বা ইমারজেন্সি উপায় ব্যবহার করুন।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি