কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিশু ওষুধ খাওয়ার পর বমি করে দিলে কি আবার ওষুধ খাওয়াতে হবে?

প্রথম আলো প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ২২:০০

শিশুরা অসুস্থ হলে সহজে ওষুধ খেতে চায় না। আবার ওষুধ খাওয়ার পর বমি করে ফেলে দেওয়া বাচ্চাদের জন্য খুব সাধারণ একটি ঘটনা। ওষুধ খাওয়ার পর বমি করে ফেলে দেওয়ার ঘটনা শুধু যে পাকস্থলী ও রক্তে ওষুধ প্রবেশের মাত্রা কমিয়ে দেয়, তা–ই নয়; যথাযথ মাত্রায় ওষুধ শরীরে প্রবেশ না করলে চিকিৎসা করাও হয়ে ওঠে কষ্টসাধ্য। পরবর্তী সময়ে শিশুদের ওষুধ খাওয়ানোও কঠিন হয়ে পড়ে, ওষুধ দেখলেই বমির ভয়ে ভীত হয়ে পড়ে তারা।


ওষুধ খাওয়ার পরপরই বমি করা যে শুধু শিশুদের ক্ষেত্রেই হয়, তা নয়। বড়দেরও এ সমস্যা থাকতে পারে। তবে শিশুদের ভেতর এই প্রবণতা বেশি। এ জন্য বেশ কিছু কারণ দায়ী। সেগুলো হলো—



• তেতো ওষুধ শিশুরা খেতে চায় না। অভিভাবক জোর করে শিশুকে ওষুধ খাওয়াতে যান। ওষুধ খাওয়ার সময় শিশুরা কাঁদতে থাকে। ফলে অনেক সময় গলায় আটকে বমি হয়ে যায়।



• যেসব মাংসপেশি খাবার গিলে ফেলতে সাহায্য করে, শিশুদের সেগুলো সম্পূর্ণ সুগঠিত নয়। ফলে এমনিতেই শিশুদের বমি করার প্রবণতা বেশি থাকে। এটিই শিশুদের ওষুধ খাওয়ানোর পর বমি হয়ে যাওয়ার জন্য দায়ী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও