থেমে নেই গোলাগুলি, মর্টার শেলের বিস্ফোরণে এপারে ভূকম্পন

প্রথম আলো কক্সবাজার জেলা প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ২০:২৬

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে তিন দিন গোলাগুলি বন্ধ থাকলেও গতকাল বৃহস্পতিবার থেকে নতুন করে আবার গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত গোলাগুলির তীব্রতা বেড়েছে। গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কক্সবাজারের টেকনাফ সীমান্ত কেঁপে উঠছে।


স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা ও টেকনাফ পৌরসভার বিপরীতে নাফ নদের ওপারে রাখাইনের কুমিরখালী, নাইচাডং, কোয়াচিদং, শিলখালী, বলিবাজার, কেয়ারিপ্রাং, পেরাংপ্রু গ্রামে একাধিক সীমান্তচৌকি দখল ও পুনরুদ্ধার নিয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত চলছে। ওপারের গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ এপারের (টেকনাফ) বাসিন্দারা শুনতে পাচ্ছেন। বিস্ফোরণের বিকট শব্দে এপারে ভূকম্পন সৃষ্টি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও