মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেলেন যারা

বণিক বার্তা প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ১৩:৩৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছে নতুন মুখ। আজ শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ।


প্রথমবারের মতো মন্ত্রিসভায় আসছেন চট্রগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। 


শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য মন্ত্রিপরিষদ থেকে ফোন পেয়েছেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাঁপা। তিনি এবারই প্রথম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।


মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান। তিনি  সংরক্ষিত নারী আসনে টানা তিনবারের সংসদ সদস্য। তার পিতা আতাউর রহমান খান কায়সার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন।


শপথ নেয়ার জন্য মন্ত্রিপরিষদ থেকে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা। তিনি এবারই প্রথম সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।


এছাড়া নওগাঁ ২ আসনের শহিদুজ্জামান সরকার প্রতিমন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও