এখনো রাশিয়ায় আটকে আছেন ইউক্রেনে ‘যুদ্ধ করা’ ২০ ভারতীয়
রুশ সেনাবাহিনীতে ‘সেনা নিরাপত্তা সহকারী’ হিসেবে কাজ করানোর কথা বলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়েছে বেশ কয়েকজন ভারতীয়কে। তাঁদের মধ্যে অন্তত ২০ জন ভারতীয় রাশিয়ায় এখনো আটকা আছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ভারতীয় এজেন্টরাই এই ভারতীয়দের রুশ সেনাবাহিনীতে ‘সেনা নিরাপত্তা সহকারী’ হিসেবে কাজ দেওয়ার কথা বলে প্রতারণা করেছে। তবে সবাইকে ইউক্রেনে যুদ্ধ করতে হয়নি। কিন্তু তাদের মধ্যে কয়েকজন অভিযোগ করেছেন, তাদের নিয়োগের সময় যে পরিমাণ অর্থের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা দেওয়া হয়নি। এর ফলে তাঁরা ভারত সরকারের দ্বারস্থ হয়েছেন।