কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাজায় ত্রাণ সংগ্রহে জড়ো হওয়া মানুষের ওপর হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা

প্রথম আলো গাজা প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ১৩:২০

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে গতকাল বৃহস্পতিবার ত্রাণ নিতে জড়ো হওয়া মানুষের ওপর ইসরায়েলি সেনাদের গুলি চালানোর ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই হামলায় ১১২ জন নিহত হয়েছে। আহত ৭৫০ জনের বেশি। এ ঘটনায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক, ইতালি, কলম্বিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশ ও জাতিসংঘ নিন্দা জানিয়েছে।


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ ঘটনা হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা জটিল করে তুলবে। আর এ ধরনের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেছেন, ঠিক কী ঘটেছে, তা নিয়ে জরুরিভিত্তিতে আরও বিস্তারিত তথ্য চায় যুক্তরাষ্ট্র। এ ঘটনার তদন্তের ওপর নিবিড় নজর রাখবে ওয়াশিংটন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও