You have reached your daily news limit

Please log in to continue


তিন থেকে পাঁচ কর্মদিবসে বীমা দাবি নিষ্পত্তি

২০২৩ সালে ২ হাজার ৯৮১ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। সম্প্রতি কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়, মেটলাইফ বাংলাদেশ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দাবি নিষ্পত্তি প্রক্রিয়ায় ক্রমাগত উন্নতি করে যাচ্ছে। বর্তমানে গ্রাহকরা অনলাইনে সব ধরনের বীমা দাবির আবেদন করতে পারেন এবং তিন থেকে পাঁচ কর্মদিবসে তাদের বীমার টাকা পেয়ে যান।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘আরও দ্রুত ও সুবিধাজনকভাবে যাতে বীমা দাবি নিষ্পত্তি করা যায়, সে জন্য আমরা আমাদের দক্ষতা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ঠিকমতো বীমার টাকা পাওয়া গ্রাহকদের বীমা অভিজ্ঞতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমি বিশ্বাস করি, আমাদের এই প্রচেষ্টা বাংলাদেশের বীমা খাতের প্রতি আস্থা আরও দৃঢ় করবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন