বাজেটের মধ্যেই যেভাবে সোনার গয়না গড়াবেন

prothomalo.com প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৪

সোনার দাম এখন আকাশছোঁয়া। হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা (১৮ জানুয়ারি ২০২৪–এর হিসেবে)। কিন্তু আমাদের দেশে সোনা ছাড়া বিয়ে, ভাবা যায় না! তাই সাধ্যের মধ্যে কীভাবে বানাবেন সোনার গয়না, হদিস দিচ্ছেন বিপাশা রায়।


তারকা থেকে সাধারণ মানুষ, বিয়ের যেন ধুম পড়েছে। তবে এর মধ্যেও সোনার দাম বাড়ায় চিন্তার ভাঁজ অনেকের কপালে। যদিও নতুন কনের গা–ভর্তি গয়না পরার বাধ্যবাধকতা এখন নেই। তবে নতুন বউ বলে কথা! একটু সোনার গয়না দিয়ে তো তাঁকে বরণ করতেই হয়। বিয়ের উপহারে কম বাজেটে কীভাবে গড়বেন নতুন গয়না? তাঁদের জন্য জুয়েলারির দোকানগুলোতে আছে হালকা নকশার বাজেট ফ্রেন্ডলি সোনার গয়না। এতে করে দুই আনা, তিন আনা বা চার আনা সোনা দিয়েই তৈরি করে নিতে পারবেন পছন্দের গয়না।


লাল শাড়িতে সেজেছেন কনে। গলায় পরেছেন তিন আনা দিয়ে তৈরি লকেট বসানো চোকার। চোকারের লকেটে সোনার ব্যবহার থাকলেও পুরো গয়নায় আছে পুঁতির ব্যবহার। এই গয়নার দাম ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা পড়বে। অর্ধচন্দ্রকার এই কানের দুলটি তৈরিতেও সোনার পাশাপাশি পুঁতির ব্যবহার থাকছে। এখানেও দুই আনা সোনার ব্যবহার হয়েছে। এই কানের দুল জোড়ার দাম পড়বে ২০ হাজার টাকা। টিকলিতেও আছে দুই আনা সোনা। দাম পড়বে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা। হাতের বালা জোড়ায় ব্রোঞ্জের ওপর সোনা ব্যবহার করা হয়েছে। এই বালা জোড়ার দাম পড়বে ২৮ হাজার থেকে ৩৫ হাজার টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও