কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


অক্সিজেন ছাড়াই ১৪০মিটার গভীরে সাঁতার

সাঁতার বা ডুবসাঁতার নিয়ে কমবেশি সবারই আগ্রহ আছে। অনেকে সাঁতার কাটতে পছন্দ করেন। তাই বলে বরফের নিচে পানির গভীরে শ্বাস বন্ধ করে সাঁতার কাটা! ভাবতে গেলেই ভয়ে দম বন্ধ হয়ে আসে। তবে এমনটাই ঘটেছে ইতালিতে।

ইতালির আল্পস পর্বতমালা ঘেঁষে থাকা লাগো ডি আন্টারসেলভা লেকের বরফ পানির ১৪০ মিটার গভীরে অক্সিজেন ছাড়াই সাঁতার কেটে নিজের রেকর্ড ফিরিয়ে আনলেন ভ্যালেনতিয়া ক্যাফোলা।

নিশ্বাস বন্ধ রেখে বরফ পানির ১২৫ মিটার নিচে সাঁতার কেটে ২০১৭ সালেও গিনেস রেকর্ড গড়েছিলেন ভ্যালেনতিয়া। এরপর গত বৃহস্পতিবার জাপানের ইয়াসুকো ওজেকি তাঁর (ভ্যালেনতিয়া) চেয়ে এক মিটার বেশি গভীরে সাঁতার কেটে নতুন রেকর্ড গড়েন। জাপানের হোক্কাইডো দ্বীপের শিরেতোকোগো লেকে তিনি সাঁতার কাটেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন