স্মার্ট বিদ্যুৎ-জ্বালানি খাতে ঘাটতি কোথায়?
আমাদের দেশে জ্বালানি হলো জ্বলুনি—এই সমস্যা থেকে যাচ্ছে, যাবেও। কিন্তু কতদিন? আদৌ কি এর সুরাহা হবে? হওয়ার মতো কি? এই ধরনের হা-হুতাশ বা আলোচনা আমরা শুনতেই থাকি। কয়েকদিন পত্র-পত্রিকায় এই সংক্রান্ত নানা খবর প্রকাশিত হয়েছে এবং হচ্ছে।
বিশেষ মাথাব্যথার কারণ হলো-আসন্ন গ্রীষ্মে লোডশেডিংয়ের সম্ভাবনা আছে। হয়তো খুব কষ্টকর হবে না কিংবা অসহনীয় নয় কিন্তু তবু এই সম্ভাবনাই আতঙ্কজনক। বিশেষ করে যদি আপনি ব্যবসায়ীদের কথা ভাবেন, যাদের রয়েছে বড় অঙ্কের লগ্নি এবং বৃহৎ কারখানা, তারা বেশিরভাগই নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদন করার দিকে ঝুঁকেছে।
গ্রিডে যখন গ্যাসের সরবরাহ নিয়ন্ত্রিত বা র্যাশনিং করা হয়, তখনো বড় কারখানা বিপদে পড়ে যাদের সরবরাহের গ্যাস ব্যবহার করতে হয়—রাসায়নিক বিক্রিয়া বা অন্য কাজে, শুধু বিদ্যুতের কাজে নয়। বিদ্যুতের ক্ষেত্রে তবু তাদের বিকল্প আছে, কিন্তু প্রক্রিয়াকরণের কাজে তো বিকল্প গ্যাস তাদের নেই। যদি না তারা বিকল্প উপায়ে এলএনজি আমদানি করে। যেমন সার কারখানা।
- ট্যাগ:
- মতামত
- বিদ্যুতের ঘাটতি
- স্মার্ট বাংলাদেশ