কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিদ্যুৎ বাড়াবে খরচের বোঝা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৭

নিত্যপণ্যের চড়া মূল্যে এমনিতেই চাপে সাধারণ মানুষ। এর মধ্যে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর কথা জানিয়েছে সরকার। বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে আগামী মাস (মার্চ) থেকে। বাড়ানো হয়েছে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দামও, যা কার্যকর হবে চলতি ফেব্রুয়ারি থেকেই। তবে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ছে না এখনই।


বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের বাড়তি দাম মানুষের খরচ আরও বাড়িয়ে জীবনযাপনে নতুন চাপ সৃষ্টি করবে। মূল্যস্ফীতির কারণে এমনিতেই নিত্যপণ্যের দাম ২০ শতাংশ বেড়েছে। বিদ্যুতের বাড়তি দামের প্রভাব যোগ হবে নিত্যপণ্যের বাজারে। শিল্পপণ্যের উৎপাদন খরচ বাড়ায় এগুলোর দামও বাড়বে। বিদ্যুতের মূল্যবৃদ্ধি মানুষের ক্রয়ক্ষমতা আরেক দফা কমাবে।


বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর কথা গতকাল মঙ্গলবার সকালে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্যুতের দাম ইউনিটপ্রতি সর্বনিম্ন ৩৪ থেকে ৭০ পয়সা বাড়তে পারে, যা মার্চ থেকে কার্যকর হচ্ছে। ভর্তুকি সমন্বয়ে বিদ্যুতের সঙ্গে গ্যাসের দামও বাড়ানো হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও