বাবুবাজারে শর্ত ভেঙে বসানো দোকানগুলো তুলে দেওয়া হলো
পুরান ঢাকার দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর (বাবুবাজার ব্রিজ) নিচে রাস্তা ও ফুটপাত দখল করে বসানো দোকান তুলে দেওয়া হয়েছে।
গত শনিবার ‘বাবুবাজারে শর্ত ভেঙে দোকান, মাসে তোলা হচ্ছে ৩০ লাখ টাকা’ শীর্ষক শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল রোববার কর্তৃপক্ষ এসব দোকানপাট তুলে দিয়েছে।
ওই জায়গা ইজারা নেওয়ার শর্ত ছিল গাড়ি পার্কিং। আরও শর্ত ছিল, সেখানে হকার বসতে পারবেন না। তবে সেখানে দোকানপাট বসিয়ে বাণিজ্য করা হচ্ছিল। অভিযোগ উঠেছিল, ঢাকা দক্ষিণ সিটির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মান্নানের ছত্রচ্ছায়ায় বসানো হয়েছিল দোকান। দোকানপাট বসিয়ে ও পার্কিং থেকে মাসে কমবেশি ৩০ লাখ টাকা তুলছিলেন কাউন্সিলরের অনুসারীরা। এই টাকার ভাগ পাচ্ছিল পুলিশও।