অবশেষে ব্রাজিলের হেক্সা চক্র পূরণ
ফুটবল বিশ্বকাপ এলেই ব্রাজিলের অপেক্ষা বাড়তে থাকে হেক্সার চক্র পূরণের আশায়। ২০০২ সালে রোনালদো-রোনালদিনহোদের হাত ধরে বিশ্ব ফুটবলে পঞ্চমবার শিরোপা উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। এরপর থেকে হেক্সার জন্য কেবলই অপেক্ষা বেড়েছে তাদের। তবে ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত প্রতিবারই ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে সেলেসাওদের।
তবে ফুটগবল বিশ্বকাপে না পারলে, ফুটবলেরই আরেক সংস্করণে ঠিকই নিজেদের জাত চিনিয়েছেদ ব্রাজিল। বিচ ফুটবলে ব্রাজিলিয়ানদের আধিপত্য ছিল অনেক আগে থেকেই। গতকাল (রোববার) তা আবার দেখা গেল দুবাইয়ে। ইতালিয়ানদের স্বপ্নভঙ্গ করে বিচ সকার ওয়ার্ল্ড কাপে রেকর্ড ৬ষ্ঠ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিলের ছেলেরা।
রোববারের ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে ব্রাজিল। ২০০৫ সাল থেকে শুরু হওয়া আধুনিক ফরম্যাটের বিচ সকার বিশ্বকাপে এটি তাদের ৬ষ্ঠ শিরোপা। ফাইনালে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন সদ্যই বিচ সকারে বিশ্বসেরার খেতাব পাওয়া ফুটবলার রদ্রিগো।