You have reached your daily news limit

Please log in to continue


সময় বাকি ৪ দিন কাজ ‘অর্ধেক’

প্রবল বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জে প্রায় প্রতি বছরই দেখা দেয় অকাল বন্যা। মার্চ মাসের দিকে শুরু হওয়া এই বন্যার পানি জেলার হাওরের কৃষকদের বোরো ধান ভাসিয়ে নিয়ে যায়। ফলে ধান রক্ষা করতে প্রতি বছর সরকারি অর্থায়নে হাওরে নির্মাণ করা হয় ফসলরক্ষা বাঁধ।

গ্রামীণ অবকাঠামো সংস্কার নীতিমালা অনুযায়ী এসব ফসলরক্ষা বাঁধের কাজ গত ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা। সে হিসেবে হাতে সময় আছে আর মাত্র চার দিন। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাদবাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে।

তবে হাওর বাঁচাও আন্দোলন নেতাদের দাবি, কাজ শেষ হয়েছে মাত্র ৫০ শতাংশ। সময়মতো বাঁধের কাজ শেষ না হওয়ায় আগাম বন্যা নিয়ে শঙ্কিত হাজারো কৃষক।

এদিকে কাজ শেষের আগেই কয়েকটি উপজেলার বেশ কিছু বাঁধে ধস ও ফাটলের অভিযোগ পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন