তাইওয়ানে স্টারশিল্ড চায় মার্কিন কংগ্রেস, চাপে মাস্ক
তাইওয়ানে মার্কিন প্রতিরক্ষা কর্মীদের স্পেসএক্সের স্টারশিল্ড স্যাটেলাইট নেটওয়ার্ক সরবরাহ করার জন্য চাপের মুখে রয়েছেন ইলন মাস্ক।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে স্যাটেলাইটের যোগাযোগ পরিষেবা ব্যবহারের সক্ষমতা দেওয়ার জন্য স্পেসএক্স চুক্তির মাধ্যমে প্রতিশ্রুতিবদ্ধ ছিল বলে মাস্ককে দেওয়া এক চিঠিতে লেখেন উইসকনসিনে রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য মাইক গ্যালাহার। চিঠিটি নিয়ে প্রথম খবর প্রকাশ করেছে ফোর্বস সাময়িকী।
অন্যান্য কংগ্রেস সদস্যও ২৪ ফেব্রুয়ারি লেখা ওই চিঠিতে স্বাক্ষর করেছেন কিনা তা স্পষ্ট করেনি ফোর্বস। তবে, ‘মার্কিন আইন প্রণেতাদের একটি দল’ তাইওয়ানে থাকা মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে স্যাটেলাইট ব্যবহারের সক্ষমতা দেওয়ার জন্য মাস্ককে আহ্বানের সঙ্গে জড়িত ছিলেন বলে লেখা হয়েছে সাময়িকীতে।
ফোর্বসের পরে চিঠির বিষয়ে প্রতিবেদন করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল। তারা কেবল চিঠিপত্র লেখার ক্ষেত্রেই গ্যালাহারের জড়িত থাকার কথা উল্লেখ করেছিল বলে উঠে এসেছে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নেটওয়ার্ক
- স্যাটেলাইট