কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৯ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনের পরিকল্পনা করছে পাকিস্তান নির্বাচন কমিশন

বিডি নিউজ ২৪ পাকিস্তান প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫১

পাকিস্তানে জাতীয় নির্বাচনে জালিয়াতির অভিযোগের মধ্যেই এবার প্রেসিডেন্ট নির্বাচনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসিপি)।


পাকিস্তানের সিনেটের প্রায় অর্ধেক সদস্যের ছয় বছর মেয়াদ শেষ হওয়ার দু’দিন আগে এ ভোট অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে ‘দ্য ডন’ পত্রিকা।


ইসিপি’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করে জানিয়েছেন যে, ৯ মার্চে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের বাস্তবসম্মত প্রস্তাব আছে। সেটি একবার অনুমোদন হয়ে গেলে পার্লামেন্ট এবং প্রাদেশিক আইনসভাসহ নির্বাচনী প্রক্রিয়ার জন্য শিডিউল দেওয়া হবে।


পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, বর্তমান সিনেটররাই প্রেসিডেন্ট নির্বাচন করবেন।


পিএমএল-এন নেতা শাহবাজ শরিফের নেতৃত্বাধীন ছয়দলীয় জোট এরই মধ্যে জানিয়েছে, আসিফ আলি জারদারি তাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী। শাহবাজের এই ছয়দলীয় জোটই সরকার গঠন করতে চলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও