অস্ট্রেলিয়ার পর বাংলাদেশে আসবে ভারতের মেয়েরা
গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই খেলার মধ্যে নেই বাংলাদেশ নারী ক্রিকেট দল। কক্সবাজারে মেয়েদের বয়সভিত্তিক দল একটি ত্রিদেশীয় সিরিজ খেললেও জাতীয় দলের ক্রিকেটাররা ছিলেন খেলার বাইরে। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ফিটনেস ট্রেনিং শুরু হয়েছে নারী দলের। ২৮ ফেব্রুয়ারি শুরু হবে মেয়েদের স্পিন বোলিং ক্যাম্প। চার দিনের সেই ক্যাম্প শেষে ক্রিকেটাররা যাবেন খুলনায়। সেখানে দুই সপ্তাহের স্কিল ক্যাম্প শেষে মিরপুরে ফিরবেন বাংলাদেশ দলের মেয়েরা।
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখেই নারী দলের এই কর্মযজ্ঞ। আগামী ১৬ মার্চ নারী ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নরা বাংলাদেশ সফরে আসবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পরপর এপ্রিলের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় নারী দল। ভারত সিরিজটি অবশ্য আইসিসি ভবিষ্যৎ সফর পরিকল্পনার বাইরে।