ময়মনসিংহে নির্বাচন নির্দলীয়, বিভক্তি দলীয়

প্রথম আলো ময়মনসিংহ সদর প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৯

প্রতীক বরাদ্দের পর ময়মনসিংহ সিটি নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন পাঁচজন। এর মধ্যে সদ্য সাবেক মেয়র ইকরামুল হকসহ আওয়ামী লীগের নেতাই তিনজন। গত সংসদ নির্বাচনেও ময়মনসিংহ শহরের আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে দলীয় স্বতন্ত্র প্রার্থী ছিল। পুরোনো সেই বিরোধ সিটি নির্বাচনকে ঘিরে আবার প্রকাশ্যে এসেছে।


বিএনপি অংশ না নেওয়ায় এবং আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণা না করায় এবার সিটি নির্বাচন অনেকটা ‘নির্দলীয়’ হতে যাচ্ছে। তবে নির্দলীয় এই নির্বাচনে নেতা-কর্মীদের আলোচনায় ঘুরেফিরে দলীয় বিভক্তির বিষয়টি বারবার সামনে আসছে।


আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। এই নির্বাচন নিয়ে ময়মনসিংহ মহানগর ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১০ জন নেতার সঙ্গে গতকাল শুক্রবার কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলেছেন, বিএনপি এই নির্বাচনে না থাকলেও দলের প্রভাবশালী তিন নেতা প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা হবে। স্থানীয় সংসদ সদস্য মোহিত উর রহমান যাঁকে সমর্থন দেবেন, তিনিই ইকরামুলের মূল প্রতিদ্বন্দ্বী হবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও