কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অ্যান্ড্রয়েড ফোনে ছবি লুকিয়ে রাখবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৪

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে ছবি সংরক্ষণের পাশাপাশি অন্যদের সঙ্গে সহজেই ছবি আদান–প্রদান করা যায়। তবে ব্যক্তিগত ছবি এমনভাবে সংরক্ষণ করতে হয়, যাতে অন্যরা যন্ত্রে প্রবেশ করলেও তা খুঁজে না পান। অ্যান্ড্রয়েড ফোনে গুগল ফটোজ অ্যাপ ও ফোন গ্যালারির মাধ্যমে ব্যক্তিগত ছবি লুকিয়ে রাখা যায়।


গুগল ফটোজ অ্যাপ ব্যবহার করে ব্যক্তিগত ছবি লুকিয়ে রাখার জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর নিচে থাকা লাইব্রেরি অপশনে ট্যাপ করে ‘ইউটিলিটিস’ অপশন নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় স্ক্রল করে ‘লকড ফোল্ডার’ নির্বাচনের পর আঙুলের ছাপ দিয়ে নিচে থাকা ‘গ্যালারি প্লাস’ আইকনে ট্যাপ করলেই ছবির তালিকা দেখা যাবে। এরপর এক বা একাধিক ব্যক্তিগত ছবি নির্বাচন করে ওপরে থাকা ‘মুভ’ বাটনে ট্যাপ করে আবার আঙুলের ছাপ দিলে একটি পপআপ বার্তা দেখা যাবে। বার্তায় থাকা তথ্য নিশ্চিত করে আবার ‘মুভ’ বাটনে ট্যাপ করে ‘অ্যালাউ’ নির্বাচন করলেই নির্দিষ্ট ছবিগুলো লক ফোল্ডারে জমা হবে। পরবর্তী সময়ে শুধু আঙুলের ছাপ দিয়ে লক ফোল্ডারে থাকা ছবিগুলো দেখা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও