রোবট ও ড্রোন বদলে দিচ্ছে যুদ্ধের ধরন
যুদ্ধক্ষেত্রে রোবট আর ড্রোন যেন নতুন যুগের ঘোড়া। নিঃশব্দে গোলাবারুদ ও পরিবহনে সাহায্য করে বদলে দিচ্ছে যুদ্ধের পরিস্থিতি। অসংখ্য রোবট আর ড্রোন ২০২৩ সালে ইউরোপের এক প্রান্তে কাজ করা শুরু করে। ২০২৩ সালের শীতে রুশ ও ইউক্রেনীয়—দুই বাহিনীই প্রথমবারের মতো আভিদিভকা শহরের চারপাশের রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে মানবহীন স্থলযান ইউজিভি ব্যবহার শুরু করে। চাকাযুক্ত ড্রোন সামনের সারির অবস্থানে থাকা মানব সৈনিকদের জন্য প্রয়োজনীয় রসদ ও গোলাবারুদ বহন করে।
ইউক্রেনের আকাশ এরই মধ্যেই উড়ন্ত ড্রোন দিয়ে পরিপূর্ণ। সস্তা কিন্তু দ্রুত কাজ করতে পারে এসব যুদ্ধাস্ত্র সহজে পরিচালনা করতে পারে অপারেটররা। সহজে লক্ষ্যবস্তুতে হামলা বা গুলি করতে ব্যবহৃত হচ্ছে। দুই পক্ষের উড়ন্ত রোবট একে অপরের ভূমিতে থাকা রোবটকে এখন আক্রমণ করছে। রোবট বনাম রোবটের যুদ্ধ—এবারই প্রথম দেখা যাচ্ছে। বিজ্ঞান কল্পকাহিনির মতো মনে হলেও বাস্তবে এমন দৃশ্য দেখা যাচ্ছে। বিভিন্ন ড্রোন ও রোবট সামরিক কাজে কার্যকরভাবে অংশগ্রহণ করছে। একই সঙ্গে নিজ দলের রোবটের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে।