৯৭ শিশুর ‘বাবা’ তিনি, বেকারত্ব ঘোচাতে স্পার্ম ডোনেট করে আয় করেছেন ৪৩ লাখ টাকা

প্রথম আলো প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২০

২০২০ সালের কথা, করোনা সবে নিজের শক্তি চেনাতে শুরু করেছে। তখন যুক্তরাষ্ট্রের আটলান্টার একটি সফটওয়্যার ফার্মে নতুন চাকরিতে ঢুকেছেন ডিলান স্টোন মিলার। এমন সময় ইনস্টাগ্রামে এক বার্তা দেখে চমকে উঠলেন তিনি। সেখানে এক নারী দাবি করেছেন, তাঁর সন্তানের বাবা মিলার, ‘আপনি হয়তো আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনার স্পার্ম থেকে কন্যাসন্তান গর্ভধারণ করেছি। এ বার্তাটি কেবল আপনাকে ধন্যবাদ জানানোর জন্য।’


ইনস্টাগ্রামে এই মেসেজ দেখে হতবাক হয়ে যান ডিলান। ওই নারীর আইডিতে গিয়ে প্রথমবারের মতো দেখতে পান নিজের সন্তানকে। দেখতে ঠিক ডিলানের প্রতিচ্ছবি। অজান্তে চোখ থেকে তাঁর পানি গড়িয়ে পড়েছিল। পরে কয়েক সপ্তাহ একের পর এক মেসেজ পেতে থাকেন মিলার। কয়েক জোড়া মা–বাবা যোগাযোগ করেন তাঁর সঙ্গে। তাঁদের সন্তানের ‘বায়োলজিক্যাল বাবা’ যে মিলার! নিজ উদ্যোগে যোগাযোগ শুরু করেন নিজের সন্তানদের সঙ্গে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও