কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পোস্তগোলা সেতুতে সংস্কারকাজ শুরু, বাবুবাজার সেতুতে যানবাহনের চাপ

প্রথম আলো পোস্তগোলা সেতু, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪১

বুড়িগঙ্গা প্রথম সেতুর (পোস্তগোলা) সংস্কারকাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। আজ বৃহস্পতিবার থেকে শুরু এ কাজ চলবে ৮ মার্চ পর্যন্ত। সংস্কারকাজের সময়টায় ওই সেতুতে ভারী যান চলাচল একেবারে বন্ধ থাকবে। এ কারণে সকাল থেকে বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতু ও কদমতলী এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। বাবুবাজার সেতুতে থেমে থেমে চলছে যানবাহন।


সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান জানান, ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বুড়িগঙ্গা প্রথম সেতুর দুটি গার্ডারের মেরামত ও ‘রেট্রোফিটিং’ কাজ করা হবে। এই মেরামতকাজ ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ তারিখ নির্ধারণ করা হলেও এসএসসি পরীক্ষার জন্য তা পরিবর্তন করা হয়। পরে ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত সেতুর মেরামত করার তারিখ নির্ধারণ করা হয়। এ সময় সেতুটি দিয়ে ট্রাক-পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান, কনটেইনারবাহী লরিসহ সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও