![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-02%252Fe6e910a2-2af7-49fb-9a7c-195a4e3bdc91%252F20240204_SA_0005.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
৪৬ বছরের সুখী দাম্পত্যে কেউ কাউকে ভালোবাসি বলেননি
প্রথম আলো
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৫
‘কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালোবেসেছি
তুমি না আমি...’,
লতা মঙ্গেশকর ও মান্না দের গাওয়া এই গানই প্রশ্ন হয়ে গেল সংগীত দম্পতি আবিদা সুলতানা ও রফিকুল আলমের কাছে। উত্তরটা দেওয়ার জন্য তাঁরা দুজনই শুরু করলেন একসঙ্গে।
আবিদা সুলতানা: তুমি বলবা, না আমি বলব?
রফিকুল আলম: তুমিই বলো।
আবিদা সুলতানা স্মৃতি হাতড়ে বলতে শুরু করলেন, ‘১৯৭৪ সালে ঢাকা স্টেডিয়ামে (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) বিশাল একটা সংগীত সম্মেলন হয়েছিল। আমি গিয়েছিলাম সেই অনুষ্ঠান দেখতে।’
- ট্যাগ:
- লাইফ
- জীবনযাপন
- সুস্থ জীবনযাপন
- সঠিক জীবনযাপন