কাঠ দিয়ে বানালেন আইফেল টাওয়ার

প্রথম আলো ফ্রান্স প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৯

পশ্চিম ফ্রান্সের দুই বন্ধু মিলে ১৬ মিটার (৫২ ফুট) উচ্চতার আইফেল টাওয়ারের একটি রেপ্লিকা তৈরি করেছেন। এ কাজে তাঁরা ব্যবহার করেছেন পুনর্ব্যবহারযোগ্য কাঠ। ওই দুই বন্ধুর আশা, তাঁদের এই কাঠের তৈরি আইফেল টাওয়ারের মডেলটি চলতি বছরের গ্রীষ্মে অলিম্পিকে প্রদর্শন করতে পারবেন।


কাঠের আইফেল টাওয়ার তৈরিতে কাজ করেছেন ৩৮ বছর বয়সী কাঠমিস্ত্রি ফ্রেডেরিক মালমেজ্যাক ও তাঁর বন্ধু ৪৬ বছর বয়সী সিলভেইন বাউচার্ড। তাঁদের দাবি, যেসব কাঠ ব্যবহারের পর ফেলে দেওয়া হয়, সেগুলো কাজে লাগিয়ে তাঁরা সুদৃশ্য এই আইফেল টাওয়ারের মডেল তৈরি করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে