![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2024February/naina-avtr-virtual-influenc-20240221110602.jpg)
এআই মডেল নয়না, ইনস্টাগ্রামে ফলোয়ার প্রায় ২ লাখ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৯
টানা টানা চোখ, লাস্যময়ী ঠোঁট। চেহারায় যেন চুম্বকের আকর্ষণ। তার চোখের চাহনি, ঠোঁট ও শরীর দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তার ১ লাখ ৯০ হাজার ফলোয়ার। নিজেকে একজন ফ্যাশন মডেল হিসেবে পরিচয় দেন। নাম নয়না অবতার, থাকেন মুম্বাইয়ে।
তবে এই মডেলকে নিয়ে হঠাৎ আলোচনার কারণ কী? কত কত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এরই তো এর থেকে আরো অনেক বেশি ফলোয়ার রয়েছে। তাহলে হঠাৎ কী এমন হলো যে নয়না অবতার উঠে এল আলোচনার কেন্দ্রবিন্দুতে?