মুনাফা অর্জনে রেকর্ড করেছে এইচএসবিসি
প্রথম আলো
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৭
মুনাফা অর্জনে রেকর্ড করেছে এইচএসবিসি। বহুজাতিক এই আর্থিক প্রতিষ্ঠান আজ বুধবার জানিয়েছে যে ২০২৩ সালে তাদের কর–পূর্ববর্তী মুনাফা প্রায় ৮০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে তারা ঘোষণা করেছে, আরও বেশি শেয়ার বাইব্যাক করা হবে। তবে ২০২৪ সালে অনিশ্চয়তার মধ্যে পড়তে হতে পারে বলেও ব্যাংকটি আশঙ্কা করছে।
হংকং স্টক একচেঞ্জে দেওয়া এক বিবৃতিতে এইচএসবিসি জানিয়েছে, ২০২৩ সালে তাদের কর–পূর্ববর্তী মুনাফা হয়েছে ৩ হাজার ৩০ কোটি ডলার। এক বছর আগে তাদের মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৭১০ কোটি ডলার। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুদের হার বেড়ে যাওয়ার কারণে এইচএসবিসি এই বিপুল মুনাফা অর্জন করেছে।