খেলনা গাড়ির গতি ঘণ্টায় ১৪৮ কিমি
প্রথম আলো
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৬
খেলনা গাড়িকে দ্রুতগতির গাড়িতে রূপান্তর করে তাতে চড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন জার্মানির প্রকৌশলের শিক্ষার্থী মার্সেল পল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন তিনি।
শৈশবের স্মৃতিকে পেছনে ফেলে মার্সেল তাঁর ক্ষুদ্রাকৃতির গাড়িটির গতি ঘণ্টায় ১৪৮ দশমিক ৪৫৪ কিলোমিটারে উন্নীত করেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে রোমাঞ্চকর এই কৃতিত্ব ভিডিও করে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মার্সেল। এতে দেখা যায়, তিনি গতি বাড়ানো সেই ছোট গাড়িতে প্রায় শুয়ে হোকেনহাইমরিং রেসট্র্যাকের চারপাশে ঘুরছেন।
- ট্যাগ:
- জটিল
- দ্রুতগতির গাড়ি
- খেলনা
- গাড়ি তৈরি