চোখের কর্নিয়ায় আঘাত

প্রথম আলো প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৫

চোখের গুরুত্বপূর্ণ অংশ কর্নিয়া হচ্ছে চোখের সামনের স্বচ্ছ অংশ। এটি আইরিশ ও পিউপিলকে ঢেকে রাখে। পিউপিল হলো আইরিশের মাঝখানের ছিদ্র, যা ছানিমুক্ত চোখে কালচে দেখায়। ছানির পরিপক্বতার মাত্রা অনুসারে এটি ধূসর বা সাদা দেখায়। স্বাভাবিক দৃষ্টির জন্য কর্নিয়া স্বচ্ছ থাকা জরুরি। স্বচ্ছ থাকলে এর ভেতর দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে পেছনে রেটিনার ওপর পড়তে পারে। তখন আমরা কোনো বস্তু দেখতে পাই। কর্নিয়ায় আঘাত পেলে দৃষ্টির মারাত্মক ক্ষতি হতে পারে।


যেভাবে কর্নিয়ায় আঘাত লাগে


নখের আঁচড়, কাটার সময় নখ ছিটকে চোখে লাগা, কলম বা পেনসিলের খোঁচা লাগা, ঝালাইয়ের কাজের সময় কোনো ধাতবকণা ছিটকে চোখে লাগা, চোখ প্রচণ্ডভাবে চুলকানো, চোখে কোনো রাসায়নিক পদার্থ পড়া, কৃষিকাজের সময় ধান-গমজাতীয় ফসলের ধারালো অংশের আঘাত—এমন অসংখ্য কারণে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও