You have reached your daily news limit

Please log in to continue


১৫০ ফুট উঁচুতে বিলাসবহুল ভিলা, আছে সুইমিং পুল, স্নানাগার, শয়নকক্ষ

ভারত মহাসাগরের ঢেউ আছড়ে পড়ছে সাদা বালুর সৈকতে। তার পাশেই উঁচু খাড়া পাহাড়ে দাঁড়িয়ে আছে সাদা রঙের এক বিশাল উড়োজাহাজ। দেখলে মনে হবে, এই বুঝি যাত্রী নিয়ে অবতরণ করল। কিন্তু কাছে গেলেই সে ভুল ভাঙবে। কারণ, সেখানে নেই কোনো রানওয়ে।

পাহাড়ের গায়ে পাতলা পাতলা সাদা সিঁড়ি দিয়ে কিছুটা ওঠার পর আছে উড়োজাহাজে ওঠার সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে ওঠার পর দেখা যাবে, আপনি আসলে চলে এসেছেন একটি ভিলায়। যেখান থেকে মহাসাগরের সৌন্দর্য উপভোগের পাশাপাশি হু হু বাতাস উপভোগ করতে পারেন।

গত শনিবার ভারতের শিল্পপতি আনন্দ মাহিন্দ্র এক্স হ্যান্ডলে এমন একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, বোয়িং ৭৩৭ উড়োজাহাজকে বিলাসবহুল এক ভিলা বানিয়েছেন এক ব্যক্তি। তাঁর নাম ফেলিক্স ডেনিম। তিনি রুশ উদ্যোক্তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন