কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্লে-অফের আগেই বিপিএলে আজ ‘এলিমিনেটর’ ম্যাচ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪২

বিপিএলের নির্ধারিত সূচি অনুযায়ী, এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। পয়েন্ট টেবিলের ৩য় এবং ৪র্থ স্থান থেকে উঠে আসা দল খেলবে সেই ম্যাচ। বাদ পড়বে হেরে যাওয়া দল। বলা চলে, বিপিএলের নকআউট ম্যাচ। তবে, সেই প্লে-অফের আগেই অন্যরকম এক এলিমিনেটর ম্যাচ দেখতে হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 


চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ ডে আজ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স। দুপুর দেড়টায় শুরু হবে এবারের বিপিএলের মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ। পরিস্থিতি অনুযায়ী, এই ম্যাচটিই মর্যাদা পাচ্ছে এলিমিনেটরের। চারে থাকা চট্টগ্রাম এবং পাঁচে থাকা খুলনা নিজেদের ভাগ্য রচনা করবে এই ম্যাচের মধ্য দিয়ে। 


চট্টগ্রামের জন্য সমীকরণ একটিই। খুলনা টাইগার্সের বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে প্লে-অফ। তা না হলে, খুলনার শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। সেখানেও স্বস্তি নেই চট্টগ্রামের। রানরেটে খুলনাকে টপকে যেতে অসাধ্য এক কাজই করতে হবে। চট্টগ্রাম যদি নিজেদের ম্যাচে হেরে যায়, তবে খুলনাকে সিলেটের কাছে ১৩৯ রানের ব্যবধানে হারতে হবে। তা না হলে, খুলনা ম্যাচ হেরেও চলে যাবে প্লে-অফে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও