You have reached your daily news limit

Please log in to continue


এবার চাকরি গেল আরও দুই কোচের

গত মৌসুমে কোচ ছাঁটাইয়ে রেকর্ড গড়েছিল প্রিমিয়ার লিগ। ২০২২-২৩ মৌসুমে মোট ১৪ জন কোচ হয় চাকরি ছেড়েছিলেন, নয় বরখাস্ত হয়েছেন, যা ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে সর্বোচ্চ। এবারও কি সেই পথে হাঁটছে প্রিমিয়ার লিগ? 
 
এ নিয়ে এই মৌসুমে চার কোচের চাকরি গেল বা তাঁরা চাকরি ছাড়তে বাধ্য হলেন। উলভস থেকে হুলেন লোপেতেগি, শেফিল্ড ইউনাইটেড থেকে পল হেকিংবটম ও নটিংহাম ফরেস্ট থেকে স্টিভ কুপার—এবার তাঁদের সঙ্গে যোগ হলো ক্রিস্টাল প্যালেসের কোচ রয় হজসনের নাম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন