![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/02/20/05d74d1488ce3530e35839336bfd78c2-65d43b1116b7e.jpg)
এবার চাকরি গেল আরও দুই কোচের
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৬
গত মৌসুমে কোচ ছাঁটাইয়ে রেকর্ড গড়েছিল প্রিমিয়ার লিগ। ২০২২-২৩ মৌসুমে মোট ১৪ জন কোচ হয় চাকরি ছেড়েছিলেন, নয় বরখাস্ত হয়েছেন, যা ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে সর্বোচ্চ। এবারও কি সেই পথে হাঁটছে প্রিমিয়ার লিগ?
এ নিয়ে এই মৌসুমে চার কোচের চাকরি গেল বা তাঁরা চাকরি ছাড়তে বাধ্য হলেন। উলভস থেকে হুলেন লোপেতেগি, শেফিল্ড ইউনাইটেড থেকে পল হেকিংবটম ও নটিংহাম ফরেস্ট থেকে স্টিভ কুপার—এবার তাঁদের সঙ্গে যোগ হলো ক্রিস্টাল প্যালেসের কোচ রয় হজসনের নাম।