নতুন সুইচের উন্মোচন পেছাতে পারে নিনটেনডো
                        
                            বিডি নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৯
                        
                    
                গেইমিং খাত জুড়ে জল্পনা ছিল এ বছরের কোনো এক সময়ে আসতে চলেছে গেইম কনসোল নির্মাতা জাপানী কোম্পানি নিনটেনডোর কনসোল ‘সুইচে’র নতুন সংস্করণ।
তবে, সে আশায় পানি ঢেলে দিয়েছে নতুন একটি গুজব।
পরবর্তী প্রজন্মের এ কনসোলটির মুক্তির সময় ঠিক হয়েছে ২০২৫ সালের প্রথম প্রান্তিক। এ সময়সীমা গেইম প্রকাশকদের কোম্পানিটি জানিয়েছে বলে লিখেছে গেইম বিষয়ক সংবাদ সাইট ভিজিসি, ইউরোগেইমার ও অন্যান্য সূত্র।
- ট্যাগ:
 - প্রযুক্তি
 - গেমিং কনসোল