![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2024February/athlet-imranur-6-20230714165123-20240218223456-20240219212334.jpg)
কাজাখস্তানের পদক তেহরানে হারালেন ইমরান
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৫
গত বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। আজ ইরানের তেহরানে ৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে চতুর্থ হয়েছেন তিনি।
আট জন ফাইনালিস্ট তিনটি পদকের জন্য দৌড়েছিলেন। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান চার নম্বর লেনে শুরুতে খানিকটা পিছিয়ে থাকলেও কয়েক মিটার পর অবশ্য কাভার করেছিলেন। তবে শেষ ১৫ মিটারে তিনি বেশ পিছিয়ে পড়েন। আট জনের মধ্যে চতুর্থ হয়েছেন তিনি।
- ট্যাগ:
- খেলা
- অ্যাথলেটিক্স
- চ্যাম্পিয়নশিপ